ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।
ভারতের সেরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদার পুনাওয়ালার বরাত দিয়ে গতকাল রোববার বার্তা সংস্থা এপি এ তথ্য জানিয়েছে।
এক টেলিফোন সাক্ষাৎকারে পুনাওয়ালা বার্তা সংস্থাটিকে বলেছেন, ভারতীয় কর্তৃপক্ষ ভ্যাকসিনটি জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমতি দিয়েছে। কিন্তু, তারা শর্ত দিয়েছে যে দেশটিতে ঝুঁকিতে রয়েছেন এমন জনগোষ্ঠীর জন্যে ভ্যাকসিন নিশ্চিত না হওয়া পর্যন্ত সেরাম ইনস্টিটিউট তা রপ্তানি করতে পাবে না।’
খোলা বাজারে ভ্যাকসিন বিক্রি না করার শর্তও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ভ্যাসকিন মজুদ বন্ধের সিদ্ধান্তও নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে আমরা শুধু ভারত সরকারকে ভ্যাকসিন দিব।’
এর ফলে উন্নয়নশীল দেশগুলোর ভ্যাকসিন পাওয়া কয়েক মাস পিছিয়ে যেতে পারে বলে সংবাদ প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।
Comments