টানা তৃতীয় সেঞ্চুরিতে ফ্লেমিংকে টপকে চূড়ায় উইলিয়ামসন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারসেরা ২৫১ রানের ঝলমলে ইনিংস। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ম্যাচ জেতানো ১২৯ রান। তুমুল ছন্দে থাকা কেইন উইলিয়ামসন বজায় রাখলেন ধারাবাহিকতা।
kane williamson
ছবি: টুইটার

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারসেরা ২৫১ রানের ঝলমলে ইনিংস। এরপর পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ম্যাচ জেতানো ১২৯ রান। তুমুল ছন্দে থাকা কেইন উইলিয়ামসন বজায় রাখলেন ধারাবাহিকতা। ক্রাইস্টচার্চে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম ইনিংসেও তিন অঙ্ক ছুঁয়ে ফেললেন নিউজিল্যান্ডের অধিনায়ক। সাদা পোশাকে টানা তৃতীয় সেঞ্চুরিতে একটি মাইলফলকে পূর্বসূরি স্টিফেন ফ্লেমিংকে পেছনে ফেললেন তিনি।

রবিবার দ্বিতীয় দিন শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ২৮৬। ক্যারিয়ারের ২৪তম টেস্ট সেঞ্চুরি পূরণ করে উইলিয়ামসন অপরাজিত আছেন ১১২ রানে। তার সঙ্গী হেনরি নিকোলস ব্যাট করছেন ৮৯ রানে। আগের দিন পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয় ২৯৭ রানে। অর্থাৎ হাতে ৭ উইকেট নিয়ে মাত্র ১১ রানে পিছিয়ে আছে নিউজিল্যান্ড।

দ্বিতীয় সেশনের শুরুর দিকে দলীয় ৭১ রানের মধ্যে ৩ উইকেটের পতন হওয়ার পর জুটি বেঁধেছেন দুজনে। তাদের কল্যাণে চাপ সামলে বড় সংগ্রহের দিকে এগোচ্ছে কিউইরা। পাকিস্তানকে হতাশায় ভোগানো উইলিয়ামসন-নিকোলসের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটির রান ২১৫।

গত সপ্তাহে আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন উইলিয়ামসন। বড় অর্জন তিনি উদযাপন করেছেন আরেকটি সেঞ্চুরি দিয়ে। অধিনায়কোচিত ইনিংস খেলার পথে তিনি টপকে গেছেন নিউজিল্যান্ডের সাবেক দলনেতা ফ্লেমিংকে।

টেস্টে নিজ দেশের হয়ে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার তালিকায় যৌথভাবে শীর্ষে ছিলেন উইলিয়ামসন ও ফ্লেমিং। এদিন ১৭৫ বলে ১৬ চারে সাজানো ইনিংসে এককভাবে চূড়ায় উঠেছেন উইলিয়ামসন। তার পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা এখন ৫৬টি (সেঞ্চুরি ২৪, হাফসেঞ্চুরি ৩২)। সাবেক বাঁহাতি ব্যাটসম্যান ফ্লেমিংয়ের পঞ্চাশোর্ধ্ব ইনিংস ৫৫টি (সেঞ্চুরি ৯, হাফসেঞ্চুরি ৪৬)।

পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান প্রতিপক্ষের বিপজ্জনক জুটি ভাঙার জন্য সাত বোলার ব্যবহার করেন। কিন্তু তাতেও কোনো উপায় হয়নি। উল্টো তৃতীয় সেশনে ৩৪ ওভারে ১৪১ রান তোলে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর: (দ্বিতীয় দিন শেষে)

পাকিস্তান প্রথম ইনিংস: ২৯৭

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৮৫ ওভারে ২৮৬/৩ (ল্যাথাম ৩৩, ব্লান্ডেল ১৬, উইলিয়ামসন ১১২*, টেইলর ১২, নিকোলস ৮৯*; শাহিন ১/৪৫, আব্বাস ১/৩৭, নাসিম ০/৭২, ফাহিম ১/৫৫, মাসুদ ০/১৭, গোহার ০/৫০, হারিস ০/২)।

Comments

The Daily Star  | English

Rab will never again get involved in enforced disappearances, killings: DG

Rab will never get involved in incidents such as enforced disappearances and killings anymore, the force’s Director General AKM Shahidur Rahman said today

1h ago