রাজশাহীতে থার্টিফার্স্ট নাইটে ভেজাল মদ খেয়ে মারা গেছে ৫ জন: পুলিশ

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রাজশাহীতে মদ খেয়ে পাঁচ জনের মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচনের কথা জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সেই রাতে মদ্যপানে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়া ১৬ জনের মধ্যে মারা যান পাঁচ জন।
রাজশাহী
স্টার ডিজিটাল গ্রাফিক্স

ইংরেজি নববর্ষের প্রথম প্রহরে রাজশাহীতে মদ খেয়ে পাঁচ জনের মৃত্যুর ঘটনার রহস্য উন্মোচনের কথা জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। সেই রাতে মদ্যপানে অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়া ১৬ জনের মধ্যে মারা যান পাঁচ জন।

আজ দুপুরে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে আরএমপি জানায়, বেশি লাভের লোভে বিদেশি মদের সঙ্গে নানান রাসায়নিক মিশিয়ে এক বোতলকে একাধিক বোতলে পরিণত করে বিক্রি করায় বিষক্রিয়া ঘটেছে। প্রাথমিকভাবে এটা জানা গেলেও তদন্ত এখনো অব্যাহত আছে।

গতরাতে রাজশাহী শহরের সাগরপাড়া ও সিপাইপাড়া থেকে চার অবৈধ মদ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারাই পুলিশকে জানিয়েছে যে তারা বিদেশি মদের সঙ্গে ভেজাল মিশিয়ে নববর্ষের রাতে বিক্রি করেছিলেন। যারা মারা গেছেন তারা সবাই এই মদ খেয়েই অসুস্থ হয়ে পড়েন।

যে চার জন গ্রেপ্তার হয়েছেন তারা হলেন: পরিমল সিং, মো. সাজু, বাপ্পা সিং, ও মো. ইফতেখার হোসেন সুমন। এদের প্রথম তিন জনের বাড়ি সাগরপাড়া এবং অন্যজনের বাড়ি সিপাইপাড়া এলাকায়। তাদের কাছ থেকে রেক্টিফাইড স্পিরিটসহ তিনটি খালি মদের বোতল, ভেজাল তরল ভর্তি প্লাস্টিকের বোতল, তেঁতুলের বিচি ভর্তি একটি কাঁচের বোতল, ৫০ গ্রাম গুড়ো রং এবং অ্যালকোহল ভর্তি দুইটি প্লাস্টিকের বোতল উদ্ধার হয়।

যোগাযোগ করা হলে, আরএমপির মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, বছরের প্রথম দিনে মদ খেয়ে অসুস্থ হয়ে অন্তত ১৬ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরের দুই দিনে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের মৃত্যু হয়। বাকি ১১ জনের মধ্যে ছয় জন সুস্থ হয়ে বাসায় ফিরলেও, এখনো হাসপাতালে আছেন পাঁচ জন।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago