অত্যাধুনিক সারমাট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করবে রাশিয়া
খুব শিগগির সারমাট ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইলের (আইসিবিএম) বা আন্তঃমহাদেশীয় ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে রাশিয়া। সামরিক সংবাদপত্র ক্রাসনায়া জুভেজেদা দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভরুচকো।
গত ৩০ ডিসেম্বর রাশিয়ান বার্তা সংস্থা তাস এ তথ্য জানায়।
উপ-প্রতিরক্ষামন্ত্রী অ্যালেক্সি ক্রিভরুচকো বলেন, ‘এখন পর্যন্ত সারমাট আইসিবিএমের ইজেকশন পরীক্ষা ইতিবাচকভাবে মাধ্যমে সম্পন্ন হয়েছে। খুব শিগগির আমরা এই মিসাইল সিস্টেমের ফ্লাইট টেস্ট করব।’
তিনি জানান, এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এতোটাই শক্তিশালী যে বিশ্বের সবচেয়ে উন্নত ব্যবস্থাও এই ক্ষেপণাস্ত্রকে বাধা দিতে পারবে না।
গত ২১ ডিসেম্বর রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড মিটিং-এ রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই শয়গু বলেন, ‘মন্ত্রণালয় সাইবেরিয়ার ক্রাসনোয়ারস্ক অঞ্চলে সারমাট ফ্লাইট ট্রায়ালের পরিসীমা তৈরির পরিকল্পনা করেছে।’
কিছুদিন আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বার্ষিক সংবাদ সম্মেলনে বলেছিলেন, সারমাটের উন্নয়ন কাজ চূড়ান্ত পর্যায়ে আছে।
জানা গেছে, আরএস-২৮ সারমাট ক্ষেপণাস্ত্রের ওজন হচ্ছে ২০৮ টন এবং এর পাল্লা ছয় হাজার ২০০ মাইল। এটি ১৬টি ওয়ারহেড বহন করতে পারে।
ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে জানিয়েছে, এই ক্ষেপণাস্ত্র যে ওয়ারহেড বহন করতে পারে, তাতে টেক্সাস কিংবা ফ্রান্সের মতো আয়তনের ভূখণ্ড একটিমাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ধ্বংস করে দেওয়া সম্ভব।
Comments