এফডিসির কর্মীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধে ৭ কোটি টাকা অনুদান

এফডিসির ফাইল ছবি | সংগৃহীত

করোনা মহামারিতে সংকটে পড়া এফডিসির কর্মীদের বেতন-ভাতা পরিশোধে সাত কোটি টাকা অনুদান দিয়েছে সরকার।

গত বছরের মে মাসে ২৬১ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতার জন্য আবেদন করেছিলেন এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

বেতন-ভাতা বাবদ ১৮ কোটি টাকার সঙ্গে অবসরে যাওয়া এফডিসির ৭২ কর্মীর আনুতোষিক (গ্রাচুইটি) ও ছুটির নগদায়ন বাবদ পাওনা ১০ কোটি ৭০ লাখ টাকা চেয়ে ওই আবেদন করা হয়।

আবেদনের প্রেক্ষিতে এফডিসিকে চলতি সপ্তাহে সাত কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া।

এফডিসিতে সিনেমার শুটিং কমে যাওয়াসহ নানা জটিলতার কারণে গত পাঁচ বছর ধরে সংকটে আছে প্রতিষ্ঠানটি। নিজেদের তহবিল থেকে কর্মীদের বেতন পরিশোধে ব্যর্থ হয়ে অনুদান নিয়েছে এক সময়ের লাভজনক এই প্রতিষ্ঠান।

জানা গেছে, ২০১৫ সাল থেকে কর্মীদের বেতন পরিশোধে প্রায় পুরোপুরিই সরকারি অনুদানের ওপর নির্ভরশীল হয়েছে বিএফডিসি।

Comments

The Daily Star  | English

3 killed in Iranian missile strike on southern Israel, says MDA

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago