সরকারি টাকায় ২ লাখ ঘনফুট টিলা কেটে সড়ক সংস্কার

মৌলভীবাজারে সরকারি টাকায় ২ লাখ ৯ হাজার ৯২০ ঘনফুট টিলা কেটে সড়ক সংস্কারের কাজ চলছে। হাতেনাতে এর সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পাচপীর-জালাই এলাকায় টিলা ধ্বংস করে এই কাজ চলছে।
রাস্তা সংস্কারের নামে মৌলভীবাজারের কুলাউড়ায় কাটা হচ্ছে টিলা। ছবি: স্টার

মৌলভীবাজারে সরকারি টাকায় ২ লাখ ৯ হাজার ৯২০ ঘনফুট টিলা কেটে সড়ক সংস্কারের কাজ চলছে। হাতেনাতে এর সত্যতা পেয়েছে পরিবেশ অধিদপ্তর। মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পাচপীর-জালাই এলাকায় টিলা ধ্বংস করে এই কাজ চলছে।

টিআর ও কাবিখা থেকে রাস্তা সংস্কার কাজের অর্থ সরবরাহ করা হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পরিবেশ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারী পরিচালক মো. বদরুল হুদা দ্য ডেইলি স্টারকে বলেন, দুই কিলোমিটার জুড়ে  ২ লাখ ৯ হাজার ৯২০ ঘনফুট টিলা কাটা হয়েছে। আরও কিছু উঁচু জমি কাটার প্রমাণ পাওয়া গেছে।

তিনি বলেন, এটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবদুল করিম চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, টিলা কাটার কারণে যে কোন সময় পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Amin Uddin Mollah is dead and buried for two years and 10 months.

4h ago