শরিফুল ‘অনেকদিন ধরেই নজরে’, পারভেজ ‘রোমাঞ্চকর প্রতিভা’

Shariful islam & Parvez Hossain Emon
ছবি: ফাইল ছবি

প্রাথমিক স্কোয়াড হলেও ওয়ানডে দলে প্রথমবারের মতন এসেছেন কয়েকজন তরুণ ক্রিকেটার। তারমধ্যে হাসান মাহমুদ আগেও ছিলেন স্কোয়াডে। যুব বিশ্বকাপ থেকে আলোড়ন তুলা শরিফুল ইসলাম এসেছেন প্রথমবার। সেই দলেরই ওপেনার পারভেজ হোসেন ইমনও তাই। এই দুজন সহ তরুণদের দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন নির্বাচকরা।

ওয়ানডে দল থেকে মাশরাফি বিন মর্তুজার প্রথমবার বাদ পড়ার ঘটনায় স্বাভাবিক কারণেই আড়ালে চলে যায় তরুণদের দলে আসার খবর।

সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ওয়ানডে আর দুই টেস্টের দল জানিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাশরাফি ঘিরেই বেশিরভাগ প্রশ্ন শুনতে হয়েছে নির্বাচকদের।

হাবিবুল বাশারের মতে ১৯ পেরুনো শরিফুলের দলে আসা মোটেও হুট করে নয়। তিনি ছিলেন প্রক্রিয়াতেই, ‘ এখানে নতুন যারা আছে তারা কিন্তু এই সাম্প্রতিক টুর্নামেন্টটায় এবং তার আগের টুর্নামেন্টে ভালো করেছে। শরিফুল  অনেক বছর ধরে ভালো খেলছে। এমনকি শরিফুল  আমাদের “এ” দলেও খেলে এসেছে। এরা  আমাদের পাইপলাইনে আছে অনেকদিন ধরে।’

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ৪১ বলে সেঞ্চুরির রেকর্ড করে আলোচনায় আসা পারভেজ হোসেন ইমনের মাঝে দারুণ রোমাঞ্চকর প্রতিভার খোঁজ পেয়েছেন হাবিবুল, তবে আপাতত অনুশীলন ম্যাচেই তাকে বাজিয়ে দেখার পক্ষে তিনি, ‘ইমন আমার দেখা রোমাঞ্চকর প্রতিভা। ওকে আমরা সুযোগ দিচ্ছি যাতে আরো দ্রুত তৈরি করা যায়।আগামীতে যেন ওকে আমরা কাজে লাগাতে পারি। আমরা যে দুটো প্রস্তুতি ম্যাচ খেলব ১৪ আর ১৬ (জানুয়ারি)। সেখানেও আমাদের একটা দল গঠন করতে হবে। এই ছেলেদের আমরা সুযোগ দিচ্ছি যাতে এদের সঙ্গে খেলে ওরা নিজেদের প্রস্তুত করতে পারে।’

Comments

The Daily Star  | English

Iran says not seeking nuclear weapons but will assert 'legitimate rights'

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago