পুঁজিবাজারে এক দশকের সর্বোচ্চ লেনদেন

পুঁজিবাজারে এক দশকের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে আজ মঙ্গলবার। দিনশেষে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে দুই হাজার ৫৪৬ কোটি টাকা।
আজ ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ২৮ জুন সর্বোচ্চ লেনদেন হয়েছিল দুই হাজার ৫৪৩ কোটি টাকা। যেটি হয়েছিল গ্লাক্সোস্মিথক্লাইনের শেয়ার ইউনিলিভার কিনে নেওয়ার ফলে।
আর আজ শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিনিয়োগের ভিত্তিতেই লেনদেন দশকের সর্বোচ্চ লেনদেনকে ছাড়িয়ে গেল। এক্ষেত্রে বড় অবদান ওষুধ ও টেলিকম খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ।
সদ্য তালিকাভুক্ত রবি আজিয়াটার শেয়ারে আজ লেনদেন হয়েছে ২৫৬ কোটি টাকা। যেটি আজকের বাজারে সর্বোচ্চ। লেনদেনের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এ কোম্পানির শেয়ারেও ১৬৪ কোটি টাকা লেনদেন হয়েছে।
ডিএসইর প্রধান সূচক আজ ৪২ পয়েন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে পাঁচ হাজার ৬০৯ পয়েন্টে দাাঁড়িয়েছে।
Comments