জয়পুরহাটে মিথ্যা ধর্ষণ মামলার বাদীর ৭ বছরের কারাদণ্ড
ধর্ষণের অভিযোগে মিথ্যা মামলা করায় সেই মামলার বাদীকে সাত বছর কারাদণ্ড দিয়েছেন জয়পুরহাটের একটি আদালত। সেইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরও পাঁচ মাসের কারাবাসের সাজা দিয়েছেন আদালত।
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল ও জেলা জজ মো. রোস্তম আলী আজ দুপুরে এই সাজা ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, জয়পুরহাটের কালাই উপজেলার বিয়ালা গ্রামের নন্দ রাণী মালী ২০১৪ সালের ২২ এপ্রিল রাতে ধর্ষণের অভিযোগ এনে একই গ্রামের আবুল হায়াতের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। অভিযোগ তদন্ত করে ঘটনাটি মিথ্যা বলে আদালতে রিপোর্ট দেয় কালাই থানা পুলিশ।
পুলিশি প্রতিবেদনে বাদী নারাজি দিলে আদালত তা আমলে নেন। পরে আজ নন্দ রাণী মিথ্যা মামলা করার কথা স্বীকার করে সাক্ষ্য দেওয়ার পর বিচারক তার বিরুদ্ধে সাজা ঘোষণা করেন। নন্দ রাণীকে কারাগারে পাঠিয়ে আসামিকে খালাস দেওয়া হয়েছে।
Comments