ইরান ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম প্রতি মাসে ৯ কেজি উৎপাদনে সক্ষম

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান আলি আকবর সালেহি। ছবি: রয়টার্স

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার (এইওআই) প্রধান আলি আকবর সালেহি মঙ্গলবার জানিয়েছেন, প্রতি মাসে ৯ কেজি পর্যন্ত ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের সক্ষমতা ইরানের আছে।

ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সাংবাদিকদের সালেহি বলেন, ‘বর্তমানে আমরা প্রতি ঘণ্টায় ১৭ থেকে ২০ গ্রাম ২০ শতাংশ ইউরেনিয়াম উৎপাদন করি। আমাদের উৎপাদন ক্ষমতা প্রতি মাসে ৮ থেকে ৯ কিলোগ্রাম।’

এই পরমাণু বিজ্ঞানী আরও বলেন, ‘তেহরানের গবেষণা চুল্লিতে ২০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করা হয়। বর্তমানে ইরানের কাছে আগামী পাঁচ বছর চুল্লি চালানোর যথেষ্ট জ্বালানি আছে।’

সমৃদ্ধ ইউরেনিয়াম ভবিষ্যতে ব্যবহারের জন্য সংরক্ষণ করা হবে বলেও জানান তিনি।

গত সোমবার ইরান তার ফর্দো পারমাণবিক কেন্দ্রে ২০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম সমৃদ্ধের প্রক্রিয়া শুরুর ঘোষণা দেয়।

ইরানের পার্লামেন্টে একটি বিল অনুমোদনের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তেহরান টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ এবং ইউরোপীয়দের প্রতিশ্রুতি নিয়ে নীরবতা ইরানকে পারমাণবিক কর্মসূচির চুক্তি থেকে সরে যেতে বাধ্য করে।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

20h ago