ওয়াশিংটনের কংগ্রেস ভবন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলা, নিহত ১
যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়ের স্বীকৃতি দিতে দেশটির কংগ্রেস ভবন ক্যাপিটলে অধিবেশন চলাকালীন সেখানে হামলা চালিয়েছে ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। সেসময় গুলিতে একজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
এমন ঘটনা যুক্তরাষ্ট্রের ইতিহাসে বিরল বলে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, হামলাকারীরা ক্যাপিটলের জানালা ভাঙচুর করে ও পুলিশেল ওপরও হামলা চালায়।
Comments