পিচিচি দৌড়ে ফিরলেন মেসি

পিচিচি ট্রফি আর লিওনেল মেসি যেন একে অপরের। টানা সাতটি পিচিচি জয় করে নতুন রেকর্ডই গড়েছেন এ আর্জেন্টাইন। সেই মেসির মৌসুমের শুরুটা এবার নিজের মতো হয়নি। একের পর এক লক্ষ্যে শট নিয়েও ফিল্ড গোল পাচ্ছিলেন না এ তারকা। তাতে স্বাভাবিকভাবে ভক্তদের মনেও প্রশ্ন উঠেছিল, এবার হয়তো পিচিচি দৌড়েই টিকে থাকবেন না মেসি। তবে সব শঙ্কা কাটিয়ে আবারও চেনা ছন্দে ফিরেছেন এ আর্জেন্টাইন।
ছবি: রয়টার্স

পিচিচি ট্রফি আর লিওনেল মেসি যেন একে অপরের। টানা সাতটি পিচিচি জয় করে নতুন রেকর্ডই গড়েছেন এ আর্জেন্টাইন। সেই মেসির মৌসুমের শুরুটা এবার নিজের মতো হয়নি। একের পর এক লক্ষ্যে শট নিয়েও ফিল্ড গোল পাচ্ছিলেন না এ তারকা। তাতে স্বাভাবিকভাবে ভক্তদের মনেও প্রশ্ন উঠেছিল, এবার হয়তো পিচিচি দৌড়েই টিকে থাকবেন না মেসি। তবে সব শঙ্কা কাটিয়ে আবারও চেনা ছন্দে ফিরেছেন এ আর্জেন্টাইন।

বুধবার রাতে অ্যাথলেতিক বিলবাওর মাঠে দারুণ এক জয় পেয়েছে মেসির দল বার্সেলোনা। স্বাগতিকদের ৩-২ গোলে হারিয়েছে দলটি। ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ার পর মেসির নৈপুণ্যে সমতায় ফেরে কাতালানরা। পরে জোড়া গোল করেন এ আর্জেন্টাইন। তাতে আবারো ফিরেছেন পিচিচি লড়াইয়ে।

এ মৌসুমে এ নিয়ে মোট ৯টি গোল দিলেন মেসি। যা মৌসুমে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ। সমান ৯টি গোল রয়েছে আরও তিন জনের। সেল্‌তা ভিগোর ইয়াগো আসপাস, অ্যাতলেতিকো মাদ্রিদের লুইস সুয়ারেজ ও ভিয়ারিয়ালের জেরার্দ মোরেনোও করেছেন ৯টি করে গোল। আট গোল নিয়ে তাদের পরই আছেন রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা।

গত মাসে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে নেন মেসি। টানা সাত বার এ পুরস্কার পেয়েছেন তিনি। আগের দিন বিলবাওর বিপক্ষে জোড়া গোল করে অষ্টম পুরস্কারের লড়াইয়ে ফিরলেন এ বার্সা অধিনায়ক। অথচ মৌসুমের প্রথম ছয় ম্যাচে মাত্র একটি গোল দিয়েছিলেন এ তারকা। এরপর কেবল উয়েস্কার বিপক্ষে গোল পাননি তিনি। শেষ চার ম্যাচে গোল করেছেন চারটি।

Comments

The Daily Star  | English
Bangladeshi-Americans eager to help build new Bangladesh

July uprising and some thoughts of Bangladeshi-Americans

NRBs gathered in New Jersey showed eagerness to assist in the journey of the new Bangladesh forward.

6h ago