কৃষক বিদ্রোহ: ট্রাক্টর নিয়ে দিল্লি যাওয়ার ‘মহড়া’ দিলেন আন্দোলনকারীরা

Tractor rally
দিল্লির আশেপাশের মহাসড়কে ট্রাক্টর চালিয়ে ঘোষণা মোতাবেক আগামী ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে নয়াদিল্লি যাওয়ার ‘মহড়া’ দিয়েছেন আন্দোলনকারীরা। ছবি: সংগৃহীত

আগামী ২৬ মার্চ ভারতের প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর নিয়ে নয়াদিল্লিতে বিক্ষোভ করার ঘোষণা আগেই দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে রাজধানী শহরের আশেপাশের মহাসড়কে ট্রাক্টর চালিয়ে ঘোষণা মোতাবেক নয়াদিল্লি যাওয়ার ‘মহড়া’ দিয়েছেন আন্দোলনকারীরা।

আমাদের নয়াদিল্লি সংবাদদাতা এ তথ্য জানিয়ে বলেছেন, যদি নতুন কৃষি আইন বাতিলসহ কৃষকদের দাবি না মানা হয় তাহলে তারা আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছেন।

ভারতীয় কৃষাণ ইউনিয়ন (একতা উগ্রাহন) প্রধান জগিন্দর সিং উগ্রাহন গণমাধ্যমকে জানিয়েছেন, পাঞ্জাব ও হরিয়ানা থেকে সাড়ে ৩ হাজারের বেশি ট্রাক্টর ও ট্রলি নিয়ে কৃষকরা র‌্যালিতে অংশ নিয়েছেন।

তার মতে, এটি ছিল আগামী ২৬ জানুয়ারি নয়াদিল্লিতে প্রতিবাদ র‌্যালির মহড়া।

‘আগামী দিনগুলোতে আন্দোলন আরও বেগবান হবে’ উল্লেখ করে সংযুক্ত কৃষাণ মোর্চার সদস্য অভিমান্যু কোহার গণমাধ্যমকে বলেছেন, ‘শুধু হরিয়ানা থেকেই ২,৫০০ ট্রাক্টরে চড়ে কৃষকরা আজকের মহড়া র‌্যালিতে অংশ নিয়েছিলেন।’

‘আমরা সতর্ক করে বলতে চাই, সরকার যদি আমাদের দাবি না মেনে নেয়, তাহলে আন্দোলন আরও জোরদার হবে,’ যোগ করেন তিনি।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আজ কৃষকদের ‘মহড়া’ র‌্যালির কারণে সমাবেশস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের সঙ্গে আন্দোলনরত কৃষকদের সপ্তম দফা আলোচনা কোনো মীমাংসা ছাড়াই গত সোমবার শেষ হয়। আলোচনায় কৃষক নেতারা নতুন তিন কৃষি আইন বাতিলের দাবি পুনর্ব্যক্ত করেছিলেন।

সেসময় সরকারের আইনের সুবিধাগুলো কৃষক নেতাদের কাছে তুলে ধরেছিলেন।

আরও পড়ুন:

কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে ‘ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকবো’

ভারতে কৃষক বিদ্রোহ

কৃষক বিদ্রোহ: দাবি পূরণ না হলে রেলপথেও বিক্ষোভ

কৃষক বিদ্রোহ নিয়ে ট্রুডোর মন্তব্য, ভারত তলব করল কানাডার রাষ্ট্রদূতকে

কৃষক বিদ্রোহ: পাঞ্জাব-হরিয়ানার ক্রীড়াবিদদের ‘সমর্থন’ ও কৃষিবিজ্ঞানীর পুরস্কার প্রত্যাখ্যান

কৃষক বিদ্রোহ: সংকট নিরসনে কমিটি করবে ভারতের সুপ্রিম কোর্ট

কৃষক বিদ্রোহ: দাবি না মানলে অনশনে যাবেন আন্না হাজারে

কৃষক বিদ্রোহ: কেজরিওয়াল গৃহবন্দি, স্বীকার করছে না দিল্লি পুলিশ

কৃষক বিদ্রোহ: ‘এমএসপির লিখিত আশ্বাস দিতে প্রস্তুত কেন্দ্র’

ভারতে কৃষক বিদ্রোহ: ‘আমরা খাবার এনেছি’ সরকারি খাবার ফিরিয়ে দিলেন

কৃষক বিদ্রোহ: দিল্লি বিধানসভায় বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাখ্যান

Comments

The Daily Star  | English

No price too high for mass deportations

US President-elect Donald Trump has doubled down on his campaign promise of the mass deportation of illegal immigrants, saying the cost of doing so will not be a deterrent.

4h ago