নারায়ণগঞ্জে অগ্নিনির্বাপকের সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

নারায়ণগঞ্জে একটি দোকানে অগ্নিনির্বাপক যন্ত্রের সিলিন্ডার বিস্ফোরণে রফিক উল্লাহ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
অগ্নিনির্বাপক যন্ত্রের বিস্ফোরিত সিলিন্ডার। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে একটি দোকানে অগ্নিনির্বাপক যন্ত্রের সিলিন্ডার বিস্ফোরণে রফিক উল্লাহ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

‘সেফটি ফাস্ট ফায়ার প্রটেকশন’ নামের ওই দোকানটিতে আগুন নেভানোর বিভিন্ন সামগ্রী বিক্রি করা হয়। নিহত রফিক দোকানটির কর্মচারী ছিলেন।

স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘১টার দিকে হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। শব্দের কারণ খুঁজতে গিয়ে রফিক উল্লাহর ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখি। পরে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়।’

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সিলিন্ডারে গ্যাস রিফিল করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই রফিক মারা যান। দোকানে তিনি একাই ছিলেন এবং আর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ছিল। তাই কাজ করার সময় সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিষয়টি তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Comments