হামলাকারীদের প্রতি ট্রাম্পের 'ভালবাসা'

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই শত্রুদের প্রতি তার মনোভাব লুকিয়ে রাখতে পারেন না। ২০১৫ সালে নির্বাচনী প্রচারণার শুরুতে যেমন সেটা দৃশ্যমান ছিল, গতকাল ওয়াশিংটনে ক্যাপিটল ভবনে তার সমর্থকদের হামলার পরও তাদের প্রতি ভালবাসা প্রকাশ করেছেন ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স ফাইল ফটো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই শত্রুদের প্রতি তার মনোভাব লুকিয়ে রাখতে পারেন না। ২০১৫ সালে নির্বাচনী প্রচারণার শুরুতে যেমন সেটা দৃশ্যমান ছিল, গতকাল ওয়াশিংটনে ক্যাপিটল ভবনে তার সমর্থকদের হামলার পরও তাদের প্রতি ভালবাসা প্রকাশ করেছেন ট্রাম্প।

বুধবার কংগ্রেসে প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের ইলেক্টোরাল কলেজ জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি অনুষ্ঠান শুরু হলে, একদল ট্রাম্প সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়। হামলার ঘটনায় চার জন নিহত হন, অন্তত ১৪ জন আহত হন। ওই ঘটনায় ৫২ জনকে আটক করা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প মৃদুভাবে হামলাকারীদের সেখান চলে যাওয়ার আহ্বান জানান। একটি ভিডিওতে তিনি সহানুভূতির সঙ্গে হামলাকারীদের উদ্দেশ্যে বলেন, 'আপনাদের প্রতি আমাদের ভালবাসা। আপনারা আসলেই স্পেশাল।'

ভিডিওতে তিনি আবারও ২০২০ সালের নির্বাচন নিয়ে 'ষড়যন্ত্র তত্ত্বের' উল্লেখ করে তিনিই জিতেছেন বলে জানান। তিনি বলেন, 'আমি আপনাদের কষ্ট বুঝতে পারি। আমি জানি আপনারা ব্যথিত হয়েছেন। নির্বাচনটি আমাদের কাছ থেকে চুরি করা হয়েছে।'

'তবে, আপনাদের এখন ঘরে ফিরে যেতে হবে। আমাদের শান্তি বজায় রাখতে হবে,' বলেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে তিনি বলেন, 'নির্বাচনে বিজয়ের পর তা ছিনিয়ে নেওয়ায়, এ ধরনের ঘটনা ঘটল।'

পরে, টুইটার ও ফেসবুক তার কিছু বক্তব্য সরিয়ে ফেলে এবং নীতি লঙ্ঘনের কথা উল্লেখ করে তার অ্যাকাউন্ট কিছু সময়ের জন্য স্থগিত করে।

২০১৫ সালে ট্রাম্পের অভিবাসনবিরোধী বক্তব্যের পর, তার বক্তব্যের কথা উল্লেখ করে এক গৃহহীন ব্যক্তিকে দুজন মারধর করে। ওই ঘটনা সম্পর্কে ট্রাম্প কিছু জানেন না উল্লেখ করলেও তিনি বলেছিলেন, 'আমি বলব যারা আমাকে অনুসরণ করছে তারা যথেষ্ট উত্সাহী। তারা এই দেশকে ভালবাসে। তারা চায়, দেশ আবার মহান হোক।'

২০১৬ সালে একজন প্রতিবাদকারীকে এক ট্রাম্প সমর্থক ঘুষি মারার ঘটনা সম্পর্কে একটি সমাবেশে ট্রাম্প বলেন, 'এটি একদম ঠিক ছিল, এরকম আমাদের আরও দরকার।'

২০১৭ সালে ভার্জিনিয়ার শার্লোটসভিলে শেতাঙ্গবাদ বিক্ষোভের প্রতিবাদকারীদের সঙ্গে সহিংসতায় এক নারী নিহত হন। ট্রাম্প প্রাথমিকভাবে ওই হামলার জন্য 'কয়েকটি পক্ষকে' দায়ী করেন। পরে ট্রাম্প এক সংবাদ সম্মেলনে 'নব্য-নাৎসি' ও 'চরম-বাম' পক্ষের কথা উল্লেখ করে বলেন, 'একদিকে খারাপ লোকেরা ছিল, আর অপরদিকের লোকেরা ছিল অত্যন্ত হিংস্র।'

তিনি বলেন, 'কেউ এটি বলতে চায় না। তবে, আমি এখন এটাই বলব।'

নব্য-নাৎসিদের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেছিলেন, 'উভয় পক্ষেই কিছু খুব খারাপ লোক যেমন ছিল, কিছু ভাল লোকও ছিলেন।'

গতবছর মে মাসে জর্জ ফ্লয়েডের মৃত্যুর পরে মিনিয়াপলিসে বিক্ষোভে কয়েকটি ভবন ও দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার পর, ট্রাম্প টুইটারে বলেন, 'যখন লুটপাট শুরু হয়, তখন গুলি শুরু হয়।'

২০২০ সালের সেপ্টেম্বরে প্রথম প্রেসিডেন্ট ডিবেট চলাকালে মডারেটর ক্রিস ওয়ালেস ট্রাম্পকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি সাদা আধিপত্যবাদী ও মিলিশিয়া গ্রুপগুলোকে দোষারোপ করবেন কিনা। জবাবে তিনি কাউকে দোষ না দিয়ে বলেন, 'আমি তা করতে রাজি আছি।'

Comments

The Daily Star  | English

Gaza still bleeds

Intensified Israeli airstrikes on Gaza yesterday killed dozens on the eve of the first anniversary of its offensive in the besieged territory that has killed nearly 42,000 Palestinians and left the enclave in ruins.

7h ago