সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জের শাহজাদপুর উপেজলায় একটি দ্রুতগামী ট্রাক ব্যাটারিচালিত যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে দুই জন নিহত ও আরও দুই জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পারকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই জন হলেন— পারকলার গুচ্ছগ্রামের মৃত আনিসুর রহমানের স্ত্রী সালেকা বেগম (৬২) ও একই গ্রামের মৃত মো. চান্দুর স্ত্রী কাজলি বেগম (৬০)। আহত দুই জন হলেন— একই গ্রামের আনসার আলী (৩৮) ও মুক্তা খাতুন (২৫)। আহত দুই জহন শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ মাহামুদ বলেন, পারকলা এলাকার মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক যাত্রীবাহী ভ্যানকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই জন ঘটনাস্থলেই মারা যান। আর দুই জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করেছে। কিন্তু, এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Comments