চাকরির আশ্বাসে প্রতারণা, আশুলিয়ায় প্রতারক চক্রের ৪ সদস্য আটক
সাভারের আশুলিয়া থেকে চাকরির আশ্বাসে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে র্যাব-৪। এ সময় প্রতারণার শিকার ১৫ জনকে উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার র্যাব-৪ (সিপিসি-২)-এর কোম্পানি কমান্ডার আদনান তফাদার বিষয়টি নিশ্চিত করেন।
আজ দুপুরে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকা অবস্থিত তানহা এসোসিয়েট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান থেকে তাদের আটক করা হয় বলে জানান তিনি।
আটকরা হলেন- সবুজ কাজী (৩৩), শাওন মহলদার (২০), আমিনুরুল ইসলাম (৪০) ও মাহবুব আলম (৪৫)।
আদনান তফাদার বলেন, ‘কিছু অসাধু চক্র তাদের প্রতারণার মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এমন একটি প্রতারক চক্রের সন্ধান পেয়ে আজ দুপুর ১২টার দিকে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থিত তানহা এসোসিয়েটস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে চারজনকে আটক করা হয়। সেখান থেকে প্রতারণার শিকার ১৫ জনকে উদ্ধার করা হয়। একইসঙ্গে প্রতারকদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র জব্দ করা হয়।’
তিনি জানান, চক্রটি মানুষকে চাকরি দেওয়ার আশ্বাসে প্রতারণার ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নিত।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
Comments