বিক্ষোভ মিছিল থেকে নোয়াখালী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে আটক
নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানকে (৪০) আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।
আজ শনিবার সকালে নোয়াখালী পৌর বাজারের সামনের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল থেকে তাকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে প্রধান সড়কে গাড়ি ভাঙচুর ও নাশকতা সৃষ্টির চেষ্টা করলে ঘটনাস্থল থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা মিজানকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাশকতার ঘটনায় আগেও মামলা আছে।
নোয়াখালীর এক আওয়ামী লীগ নেতার দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল-সমাবেশ করছিল যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।
জানা গেছে, ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. ওমর ফারুক বাদী হয়ে তারেক রহমানকে আসামি করে একটি রাষ্ট্রদোহ মামলা করেন। গত বৃহস্পতিবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের বিজ্ঞ বিচারক সৈয়দ ফখরুল আবেদন শুনানি শেষে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকালে মাইজদীতে ওই বিক্ষোভ মিছিল করে বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদ জানান, স্বেচ্ছাসেবক, যুব ও ছাত্রদলের উদ্যোগে শনিবার সকালে মাইজদী পুরাতন বাস স্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে নোয়াখালী পৌরবাজারের সামনে গিয়ে শেষ হয়।
সাবের আহমেদ অভিযোগ করেন, মিছিল শেষে সমাবেশ শুরু হওয়ার পূর্ব মুহূর্তে সুধারাম মডেল থানার একদল পুলিশ সমাবেশে অতর্কিত হামলা চালায়। এ সময় মিজানকে আটক করে পুলিশ।
তিনি গ্রেপ্তার মিজানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Comments