ভারতে ভ্যাকসিন কার্যক্রম শুরু ১৬ জানুয়ারি

ভারতে আগামী ১৬ জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আজ শনিবার দ্য ডেইলি স্টার নয়াদিল্লি সংবাদদাতা এ খবর জানিয়েছেন।
ছবি: রয়টার্স

ভারতে আগামী ১৬ জানুয়ারি থেকে করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আজ শনিবার দ্য ডেইলি স্টার নয়াদিল্লি সংবাদদাতা এ খবর জানিয়েছেন।

প্রায় ১৩৫ কোটি লোকের দেশ ভারতে এ পর্যন্ত প্রায় এক কোটি ৪০ লাখ লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। ভ্যাকসিন কার্যক্রমে স্বাস্থ্যকর্মী ও অন্যান্য ফ্রন্টলাইন কর্মী আনুমানিক প্রায় তিন কোটি মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া হবে। এরপর পঞ্চাশোর্ধদের এবং ৫০ বছরের কম বয়সী অসুস্থ প্রায় ২৭ কোটি মানুষকে টিকার আওতায় আনা হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে দেশের কোভিড-১৯ পরিস্থিতি ও ভ্যাকসিন কার্যক্রমের প্রস্তুতি পর্যালোচনা করার পর কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে মোদির সামনে কোভিড ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা উপস্থাপনা কর হয়।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীকে ভ্যাকসিন কার্যক্রমের প্রস্তুতি এবং বৈশ্বিক টিকাদান কর্মসূচি ও নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে টিকা কার্যক্রমে জনগণের অংশগ্রহণের বিষয়বস্তু সম্পর্কে জানানো হয়।

ভারতের ড্রাগ কন্ট্রোলার জেনারেল ইতোমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। এর মধ্যে দেশের ৭৪৬টি জেলার ৬১৫টিতে তিনটি পৃথক টিকাদান মহড়া অনুষ্ঠিত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে  ৭৯ লাখেরও বেশি মানুষকে টিকা নেওয়ার জন্য ডিজিটাল প্ল্যাটফর্মে নিবন্ধিত করা হয়েছে।

Comments