শীর্ষ খবর

মদপানে ছাত্রলীগ নেতাসহ ৪ জনের মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মদপানে অসুস্থ হয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীসহ মোট চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয় জন।
স্টার অনলাইন গ্রাফিক্স

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মদপানে অসুস্থ হয়ে ছাত্রলীগের তিন নেতা-কর্মীসহ মোট চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ছয় জন।

শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত ঢাকার বিভিন্ন বেসরকারি হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ বিষয়ে কাউকে কিছু না জানিয়ে ইতিমধ্যে পারিবারিকভাবে দুই জনের দাফন হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার পোতাপের চরের আবুল হয়দারের ছেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবু, পিরোজপর এলাকার আবু সিদ্দিকের ছেলে তোফাজ্জল হোসেন, ছাত্রলীগ কর্মী মহসিন মিয়া ও নাহিদ হাসান জিসান।

তবে অসুস্থদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদসহ চারজন মারা গেছে। তবে কিভাবে মারা গেছে জানি না।’

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বৃহস্পতিবার রাতে সবাই এক সঙ্গে মদপান করেন এবং সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের অবস্থা গুরুতর হওয়ায় শুক্রবার রাতে ঢাকার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে শনিবার ভোরে তোফাজ্জল ও মহসিনের মৃত্যু হয়। দুপুরে মালিবাগের একটি ক্লিনিকে মারা যায় জাহিদ। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আরও ছয় জনের পরিচয় পাওয়া যায়নি। তাদের বিষয়ে খোঁজ করছে পুলিশ।’

তিনি বলেন, ‘নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তোফাজ্জল ও মহসিনের মরদেহ কাউকে না জানিয়ে দাফন করে ফেলেছেন তার স্বজনরা। পরিবারের সদস্যরা মদপানের কথা অস্বীকার করেন।’

ওসি আরও বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি তোফাজ্জলই কোথাও থেকে মদ আনেন। পরে সবাইকে নিয়ে পান করেন। ধারণা করা যাচ্ছে, মাত্রাতিরিক্ত অথবা বিষাক্ত মদে তাদের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। জাহিদের মরদেহ আনার জন্য ঢাকায় পুলিশ পাঠানো হয়েছে। তোফাজ্জলও যেহেতু মারা গেছে তাই এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Comments

The Daily Star  | English
Raushan Ershad

Raushan Ershad says she won’t participate in polls

Leader of the Opposition and JP Chief Patron Raushan Ershad today said she will not participate in the upcoming election

7h ago