বার্ড ফ্লু আতঙ্ক: দিল্লিতে মুরগিসহ জীবন্ত পাখি আমদানিতে নিষেধাজ্ঞা

বার্ড ফ্লু আতঙ্কের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজধানীতে মুরগিসহ জীবন্ত পাখি আমদানি নিষিদ্ধ করেছেন। একইসঙ্গে গাজীপুরের হাঁস-মুরগির বাজারও আগামী ১০ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: সংগৃহীত

বার্ড ফ্লু আতঙ্কের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল রাজধানীতে মুরগিসহ জীবন্ত পাখি আমদানি নিষিদ্ধ করেছেন। একইসঙ্গে গাজীপুরের হাঁস-মুরগির বাজারও আগামী ১০ দিন বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইমসসহ অন্যান্য ভারতীয় সংবাদ মাধ্যম বিষয়টি জানায়।

ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, এখন পর্যন্ত দিল্লিতে বার্ড ফ্লুর খবর পাওয়া যায়নি।

‘দিল্লিতে পাখির মৃত্যুর খবর পাওয়ার পর ১০৪টি নমুনা নিয়ে জলন্ধরের একটি গবেষণাগারে পাঠানো হয়েছে। আগামীকালের মধ্যে প্রতিবেদনের ফলাফল প্রকাশ করা হবে। সেই ফলাফলের উপর ভিত্তি করে ব্যবস্থা নেওয়া হবে। তবে, এখন পর্যন্ত দিল্লিতে বার্ড ফ্লুর কোনো ঘটনা ঘটেনি,’ বলেন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল।

তিনি জানান, জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে প্রতিটি জেলায় একটি করে নজরদারি দল গঠন করা হয়েছে। পশু চিকিৎসকরাও সতর্ক আছেন এবং জরিপ চালাচ্ছেন।

তিনি বলেন, ‘সঞ্জয় লেক, ভালসভা হ্রদ, হাউজ খাস হ্রদ এবং পোল্ট্রি মার্কেটের ওপর নজর রাখছেন বিশেষজ্ঞরা। সম্প্রতি দিল্লিতে কাকের মৃত্যুর ঘটনা তদন্তে একটি র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে।’

গত তিন দিনে দক্ষিণ দিল্লির জাসোলা এলাকার একটি পার্কে অন্তত ২৪টি কাককে মৃত অবস্থায় পাওয়া গেছে। একইসঙ্গে বিখ্যাত সঞ্জয় হ্রদে মোট ১০টি হাঁসকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

 

Comments