বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ ১
পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে পায়রাগামী লঞ্চের ধাক্কায় মাছ ধরা নৌকা ডুবে এক জেলে নিখোঁজ হয়েছেন।
গতকাল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান।
এ ঘটনায় নিখোঁজ মনির কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামের মৃত সত্তার মৃধার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে মনির, জসিম (২৫) ও রাসেল (২৭) তেঁতুলিয়া নদীর বাদামতলা নামক পয়েন্টে মাছ ধরতে জাল ফেলেন। রাত পৌনে ১টার দিকে ঢাকা থেকে পটুয়াখালীর পায়রা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা এ্যাডভাঞ্চার-১১ নামের একটি দোতালা লঞ্চ ওই জেলে নৌকায় ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় জসিম ও রাসেল সাতরে তীরে উঠতে পারলেও মনিরের কোনো খোঁজ মেলেনি।
নিখোঁজ মনিরের স্ত্রী রুবিনা বেগম জানান, তার স্বামী শনিবার রাতে বাড়ি থেকে জাল ফেলতে তেঁতুলিয়া নদীতে যান। রোববার ভোরে খবর পান লঞ্চের ধাক্কায় তার স্বামীর নৌকা ডুবে গেছে। এরপর পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তার কোনো খোঁজ পাননি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রোববার বিকেল ৩টা পর্যন্ত) নিখোঁজ মনিরের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ মনিরের সন্ধান চলছে বলে জানান ওসি মোস্তাফিজুর রহমান।
Comments