ফেব্রুয়ারিতে হচ্ছে না একুশে বইমেলা
অমর একুশে বইমেলা ফেব্রুয়ারিতে হচ্ছে না। আজ রোববার রাত ৯টা ৪৫ মিনিটে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, ‘ফেব্রুয়ারি মাসে করোনার কারণে বইমেলা হচ্ছে না। তবে, অমর একুশে বইমেলা হচ্ছে না এমন কিছু না। করোনা পরিস্থিতি উন্নত হলে পরবর্তীতে সময় ও তারিখ ঘোষণা করা হবে।’
মার্চে বইমেলার পরিকল্পনা নিয়ে জল্পনাকল্পনা শোনা যাচ্ছিল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো পরিকল্পনা এখন পর্যন্ত ঠিক হয়নি। মোটকথা ফেব্রুয়ারির এক তারিখে যে বইমেলা উদ্বোধনের কথা, মাননীয় প্রধানমন্ত্রী আসার কথা সেই প্রোগ্রামটা হচ্ছে না, বইমেলা শুরু হচ্ছে না। কবে শুরু হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে। ’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে তাকে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি দ্য ডেইলি স্টারের কাছে বলেন।
Comments