কলাবাগানের সেই বাড়ির দারোয়ান পুলিশ হেফাজতে
রাজধানীর কলাবাগানে যে বাড়িতে গত বৃহস্পতিবার ১৭ বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ওঠে, সেই বাড়ির নিখোঁজ দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
আজ সোমবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ পুলিশ কমিশনার (রমনা বিভাগ) সাজ্জাদুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, ‘দারোয়ান আমাদের নজরদারিতে ছিল। আজ তিনি বাসার আশপাশে আসার পর আমরা তাকে জ্ঞিাসাবাদের জন্য হেফাজতে নিয়েছি।’
তিনি আরও বলেছেন, ‘সেই দারোয়ান এই মামলার আসামি নন। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব, তিনি কী দেখেছেন। তার কাছ থেকে তথ্য নেব।’
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মিনহাজ ডেইলি স্টারকে বলেছেন, ‘সেই বাড়ির নিখোঁজ দারোয়ান দুলাল (৪৫) বাড়িতে ফিরলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়।’
গতকাল রোববার ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার আবুল হাসান গণমাধ্যমকে বলেছিলেন, ‘আমরা বাড়ির সেই দারোয়ানকে খুঁজছি। তিনি ঘটনাটি সম্পর্কে কিছু জেনে থাকতে পারেন।’
Comments