অরক্ষিত ড্রেনে পড়ে কবি আবদুল বাসিতের মৃত্যু, তদন্তের নির্দেশ হাইকোর্টের

সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন অরক্ষিত একটি ড্রেনে পড়ে মারা যাওয়া কবি আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনা তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সিলেটের জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
supreme-court-1.jpg
সুপ্রিম কোর্ট ভবন। স্টার ফাইল ছবি

সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন অরক্ষিত একটি ড্রেনে পড়ে মারা যাওয়া কবি আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনা তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে সিলেটের জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন হাইকোর্ট।

গতকাল জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের শুনানি শেষে আজ এ আদেশ দেন বিচারপতি জে বি এম হাসান এবং বিচারপতি মো. খায়রুল আলমের ডিভিশন বেঞ্চ। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন রিট আবেদনকারী আইনজীবী গোলাম সোবহান চৌধুরী।

তিনি জানান, রিট আবেদনে সিটি করপোরেশনের নির্মাণ ও উন্নয়ন কাজে জননিরাপত্তা নিশ্চিতকরণের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা হবে না, সার্বিক অবহেলায় দায়ী থাকার বিষয়টি তদন্তের নির্দেশ প্রার্থনা, সিটি করপোরেশনের চলমান নির্মাণ ও উন্নয়ন কাজে জননিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা এবং কবি আবদুল বাসিত মোহাম্মদের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ আদেশ প্রার্থনা করা হয়।

গত ৮ ডিসেম্বর সিলেট নগরীর আম্বরখানা এলাকায় সিটি করপোরেশনের নির্মাণাধীন একটি ড্রেনে পড়ে গিয়ে পেটে রড ঢুকে গুরুতর আহত হন কবি আবদুল বাসিত মোহাম্মদ। দুদিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৬৫ বছর বয়সী এ কবি।

এই ঘটনায় সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহকে প্রধান এবং নির্বাহী প্রকৌশলী আলী আকবর ও পরিচ্ছন্ন শাখার কর্মকর্তা হানিফুর রহমানকে সদস্য করে একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে সিটি করপোরেশন।

তদন্ত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট নির্মাণ কাজের নির্বাহী প্রকৌশলী শামসুল হক, সহকারী প্রকৌশলী রজি উদ্দিন, উপসহকারী প্রকৌশলী দেবপ্রদ দাস, একজন কার্যসহকারী ও ঠিকাদার অরবিন্দ পালকে সাময়িক অব্যাহতি এবং কারণ দর্শানোর নোটিশ দেয় সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

Comments

The Daily Star  | English
Electricity price hike

40MW electricity import from Nepal gets govt nod

The government approved the purchase of 40 megawatts of electricity from Nepal using the power grid of India.

1h ago