জামিন পেলেন ‘নবাব এলএলবি’ সিনেমার পরিচালক ও অভিনেতা

সিনেমার সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।
অনন্য মামুন, শাহীন মৃধা (বাঁ দিক থেকে)। ছবি: সংগৃহীত

সিনেমার সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহিন মৃধার জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

তাদের জামিন পাওয়ায় বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক অনন্য মামুনের স্ত্রী নাজিয়া আফরিন।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিনুর রহমান এক শুনানি শেষে ওই দুজনের জামিনের আদেশ দেন।

জানা গেছে, অনন্য মামুন ও শাহীন মৃধার পক্ষে জামিন শুনানি করেন সাইদুর রহমান মানিক। তবে এ সময় রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হলেও উভয়পক্ষের শুনানি শেষে জামিনের আদেশ দেন আদালত।

নবাব এলএলবি সিনেমায় পুলিশকে নিয়ে অশালীন সংলাপের অভিযোগে পর্নোগ্রাফি আইনে গত ২৪ ডিসেম্বর রাতে অনন্য মামুন ও শাহীন মৃধাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ২৫ ডিসেম্বর দুপুরে তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ।

রমনা থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা দুই আসামিকে কারাগারে পাঠানোর আবেদন করেন। পরে ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম ওই আবেদন মঞ্জুর করায় তারা এতদিন কারাগারে ছিলেন।

আরও পড়ুন:

Comments