মিথ্যা মামলার দায়ে বাদীর কারাদণ্ড ও জরিমানা
ফেনীতে অন্যকে ফাঁসাতে মিথ্যা মামলা করার দায়ে এক ব্যক্তিকে ১৫ দিনের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
গতকাল রবিবার ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত করিম উল্যাহ হাজারীকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের বেঞ্চ সহকারী সালাহ উদ্দিন জানান, ফেনী পৌরসভার মাস্টার পাড়ার বাসিন্দা করিম উল্যাহ হাজারীর সাথে তার প্রতিবেশী করিম উদ্দিন সরদার ও মো. সুমনের বিরোধ ছিল। করিম উল্যাহ হাজারী তার দোকান ভাংচুর ও মারামারির অভিযোগ এনে ওই দুই জনের বিরুদ্ধে ফেনী সদর থানায় একটি মামলা করেন। ফেনী সদর মডেল থানার উপপরিদর্শক মো. আজিজ আহাম্মদ মামলার তদন্ত শেষে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন।
পরে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর নির্দেশে মিথ্যা মামলা করার অভিযোগে ওই মামলার এজাহারকারীর বিরুদ্ধে মামলা করা হয়।
আদালত সূত্র আরও জানায়, আদালতে প্রথম মামলার বাদী করিম উল্যাহ হাজারীর পক্ষে তার আইনজীবী যুক্তিতর্ক শুনানি করে ক্ষমা প্রার্থনা করেন। আসামি নিজেও ক্ষমা প্রার্থনা করেন।
Comments