ইরফানের অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আদালতের সিদ্ধান্ত ৮ ফেব্রুয়ারি

আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী মো. সেলিমের ছেলে মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে অস্ত্র মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিষয়ে আদালত আগামী ৮ ফেব্রুয়ারি সিদ্ধান্ত জানাবেন। ওই তদন্ত প্রতিবেদনে ইরফানের বিরুদ্ধে অভিযোগের কোনও প্রমাণ দেখাতে পারেনি পুলিশ।
ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক কে এম ইমরুল কায়েশ আজ সোমবার এ তারিখ ধার্য করেন।
এদিকে, ইরফানের বিরুদ্ধে মাদক মামলা পরবর্তী কার্যক্রমের জন্য চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এখনও দায়রা আদালতে স্থানান্তর করতে পারেননি।
গত ৫ জানুয়ারি রাজধানীর চকবাজার থানা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অস্ত্র ও মাদক মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয়।
গত বছরের ২৫ অক্টোবর রাজধানীর ধানমন্ডি এলাকায় নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে 'লাঞ্ছনার' অভিযোগে মামলা হওয়ার পর ইরফানকে গ্রেপ্তার করা হয়।
পরদিন পুরান ঢাকার দেবিদাস লেনে হাজী সেলিমের বাড়িতে র্যাব অভিযান পরিচালনা করে।
নয় তলা ওই ভবনের চতুর্থ ও পঞ্চম তলায় অভিযান চালিয়ে র্যাব দুটি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র জব্দ করেছিল বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।
Comments