সিলেটে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট নগরীর ফাজিলচিস্ত এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সড়ক দুর্ঘটনা
স্টার অনলাইন গ্রাফিক্স

সিলেট নগরীর ফাজিলচিস্ত এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়দের বরাত দিয়ে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করেন।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ জানান, দ্রুতগতির একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১১টা) স্থানীয়দের বিক্ষোভ অব্যাহত ছিল। বিক্ষুব্ধ মানুষ দুটি ট্রাকেও আগুন দিয়েছে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিকের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি এসএম আবু ফরহাদ।

Comments

The Daily Star  | English

Govt forms committee to monitor harassment cases against journos

The government today formed an eight-member committee, led by an additional secretary, to monitor harassment cases against journalists

17m ago