কুড়িগ্রামে মাকে কুপিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মাকে কুপিয়ে হত্যার অপরাধে মন্তাজুল আলম (৩৬) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মান্নান এ আদেশ দেন।
বিচারিক আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আব্রাহাম লিংকন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তাজুল আলমের বাড়ি উপজেলার উমরপাস্থাবাগী সাতভিটা গ্রামে। তার বাবার নাম সোলায়মান আলী।
মামলার নথিতে উল্লেখ করা হয়, গত বছরের ২০ মার্চ দুপুরে মন্তাজুল তার মা মেহেরজান বেগম মিনুকে (৫৯) কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। প্রথম স্ত্রী চলে যাওয়ার পরে তিনি দ্বিতীয় বিয়ে করতে চেয়েছিলেন। মেহেরজান বেগম তাতে সম্মতি না দেওয়ায় মন্তাজুল তাকে হত্যা করেন। পালিয়ে যাওয়ায় সময় গ্রামবাসী তাকে আটক করে থানায় সোপর্দ করে। হত্যাকাণ্ডের পরে সোলায়মান আলী বাদী হয়ে ছেলের বিরুদ্ধে রাজারহাট থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।
অ্যাডভোকেট আব্রাহাম লিংকন আরও বলেন, ‘পুলিশের তদন্ত প্রতিবেদন এবং মামলার শুনানিতে মন্তাজুলের বিরুদ্ধে ওঠা হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছেন।’
Comments