লালমনিরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমার কুমার মোহন্ত দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল রাতে উপজেলার রাধানাথ গ্রামে আসামির বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ভুক্তভোগী শিক্ষার্থীর মা বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেন। শিশুটিকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’
এজাহারে উল্লেখ করা হয়েছে, ‘গতকাল বিকেলে বাড়িতে ঢুকে ওই যুবক স্কুলছাত্রীকে ধর্ষণ করেন। সে সময় বাড়িতে অন্য কেউ ছিল না। শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যান।’
Comments