বিতর্কিত কৃষি আইন স্থগিত করল সুপ্রিম কোর্ট, ৪ সদস্যের কমিটি গঠন
ভারতে বিতর্কিত তিনটি কৃষি আইনে স্থগিতাদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সংকট নিরসনে আলোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠনের আদেশও দেওয়া হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মঙ্গলবার ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদে’র বেঞ্চ জানিয়েছে, ‘আমরা তিনটি আইন প্রয়োগে স্থগিতাদেশ দিয়েছি।’
এ ছাড়াও, শীর্ষ আদালত একটি চার সদস্যের কমিটি গঠন করেছে, যারা বিতর্কিত আইনের বিভিন্ন ধারা নিয়ে বিবেচনা ও বিশ্লেষক করবেন। ওই কমিটিতে আছেন কৃষিনেতা ভূপিন্দর মান, অর্থনীতিবিদ অশোক গুলাটি, কৃষি বিশেষজ্ঞ প্রমোদ যোশী ও কৃষি নেতা অনিল ধানাওয়াত।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিতর্কিত ওই তিন আইন কার্যকর করা যাবে না বলে সুপ্রিম কোর্টের আদেশে বলা হয়েছে।
তিন বিচারপতির ওই বেঞ্চ এর আগে জানায়, আইন স্থগিত করতে তারা রাজি, তবে অনির্দিষ্টকালের জন্য উভয় পক্ষে আলোচনার কোনো তত্পরতা না চালিয়ে এটি করা হবে না।
সোমবার কেন্দ্র ও কৃষক প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা হয়েছে, তা নিয়ে ‘চরম হতাশা’ জানিয়েছেন শীর্ষ আদালত।
বেঞ্চ কেন্দ্রকে জিজ্ঞাসা করেছে যে, আইন প্রয়োগের ক্ষেত্রে তারা বিরতি দিতে ইচ্ছুক কি না, তা না হলে রায় পালটানো হবে। অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপালকে এর জবাব দিতে বলা হয়েছিল।
জানা গেছে, এদিন কৃষকদের আইনজীবী দুষ্মন্ত দাভেকে আদালত কৃষকদের সঙ্গে পরামর্শ করতে এবং একটি কমিটির সঙ্গে আলোচনায় অংশ নিতে ইচ্ছুক হলে আদালতকে জানাতে বলা হয়েছিল।
তবে, এর উত্তরে সোমবার সন্ধ্যায় কৃষক ইউনিয়নগুলো এক বিবৃতিতে জানায়, তারা প্রস্তাবিত কমিটিতে আলোচনায় বসবে না। ইউনিয়নগুলোর মতে, সরকারের হলফনামায় আইন বাতিল না হলে কমিটির সামনে যাওয়ার কোনো অর্থ নেই।
এদিকে, কৃষকরা কোনো কমিটির সঙ্গে কথা বলতে প্রস্তুত নন বলে আদালতে জানান আইনজীবী এমএল শর্মা।
বিতর্কিত কৃষি বিল নিয়ে চাপের মুখে কেন্দ্র ও কৃষক ইউনিয়নের মধ্যে এ পর্যন্ত আট দফা বৈঠক হয়েছে।
মূলত পাঞ্জাব ও হরিয়ানা থেকে আসা হাজারো আন্দোলনকারী কৃষক ২৬ নভেম্বর থেকে এখনো দিল্লির সীমানায় অবস্থান করছেন।
আরও পড়ুন:
কৃষক বিদ্রোহ: কেন্দ্রের কঠোর সমালোচনা ও আইন স্থগিতের পক্ষে সুপ্রিম কোর্ট
কৃষক বিদ্রোহ: ৮ম দফা বৈঠকেও হলো না সমাধান
কৃষক বিদ্রোহ: ট্রাক্টর নিয়ে দিল্লি যাওয়ার ‘মহড়া’ দিলেন আন্দোলনকারীরা
কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে ‘ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকবো’
কৃষক বিদ্রোহ: দাবি পূরণ না হলে রেলপথেও বিক্ষোভ
কৃষক বিদ্রোহ নিয়ে ট্রুডোর মন্তব্য, ভারত তলব করল কানাডার রাষ্ট্রদূতকে
কৃষক বিদ্রোহ: পাঞ্জাব-হরিয়ানার ক্রীড়াবিদদের ‘সমর্থন’ ও কৃষিবিজ্ঞানীর পুরস্কার প্রত্যাখ্যান
কৃষক বিদ্রোহ: সংকট নিরসনে কমিটি করবে ভারতের সুপ্রিম কোর্ট
কৃষক বিদ্রোহ: দাবি না মানলে অনশনে যাবেন আন্না হাজারে
কৃষক বিদ্রোহ: কেজরিওয়াল গৃহবন্দি, স্বীকার করছে না দিল্লি পুলিশ
কৃষক বিদ্রোহ: ‘এমএসপির লিখিত আশ্বাস দিতে প্রস্তুত কেন্দ্র’
ভারতে কৃষক বিদ্রোহ: ‘আমরা খাবার এনেছি’ সরকারি খাবার ফিরিয়ে দিলেন
কৃষক বিদ্রোহ: দিল্লি বিধানসভায় বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাখ্যান
Comments