মালয়েশিয়ায় ভুয়া অভিবাসন নথি বিক্রির দায়ে ২ বাংলাদেশি গ্রেপ্তার
মালয়েশিয়ায় ভুয়া অভিবাসন সংক্রান্ত নথি বিক্রির দায়ে বাংলাদেশি দুই নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। সেদেশের সংবাদমাধ্যম দ্য স্টার আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
দেশটির ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ জানান, ইমিগ্রেশন গোয়েন্দা ও বিশেষ অভিযান পরিচালনাকারী কর্মীরা গতকাল চেরাস এলাকার এক অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তিনি বলেন, ‘অভিযানকালে গ্রেপ্তার হওয়া ৩২ বছর বয়সী বাংলাদেশি মাস্টারমাইন্ড গত ২০১৭ সাল থেকে আমাদের নজরদারিতে ছিলেন। সেসময় এ ধরনের আরেকটি সিন্ডিকেটকে আমরা ধরতে পেরেছিলাম।’
‘২০১৭ সালের অভিযানে আমরা দুজন বাংলাদেশিকে ধরতে পারলেও, তাদের দলনেতা সেসময় পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন’, বলেন তিনি।
ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক বলেন, ‘ওই সময়ের পর থেকে আমাদের অভিযান তেমন পরিচালিত না হলেও, গত বছরের মার্চ থেকে আবার পুরোদমে অভিযান শুরু হয়েছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিকরা মূলত এ ধরনের সিন্ডিকেটের ক্লায়েন্ট।’
অনুসন্ধানে জানা গেছে, সিন্ডিকেটটি পাসপোর্ট, অস্থায়ী ওয়ার্কিং ভিজিট পাস, আইক্যাডস এবং নির্মাণ শিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) কার্ডের মতো নথি বিক্রি করে আসছিল।
‘গতকালের অভিযানে আমরা ২৫ বছর বয়সী আরেক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছি, যিনি এই সিন্ডিকেটের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসছিলেন’, বলেন তিনি।
Comments