টাইম স্কেল ফেরত দিতে পরিপত্র

প্রাথমিক শিক্ষকদের রিট নিষ্পত্তির নির্দেশ আপিল বিভাগের

টাইম স্কেল চেয়ে প্রাথমিক শিক্ষকদের করা রিট আবেদন হাইকোর্টে নিষ্পত্তি করার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তিন সপ্তাহের মধ্যে রিট নিষ্পত্তির করার নির্দেশ দিয়ে এই আদেশ দেন।
দেশটাকে তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন
স্টার ফাইল ফটো

টাইম স্কেল চেয়ে প্রাথমিক শিক্ষকদের করা রিট আবেদন হাইকোর্টে নিষ্পত্তি করার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ তিন সপ্তাহের মধ্যে রিট নিষ্পত্তির করার নির্দেশ দিয়ে এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার মোকছেদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্র নাথ বিশ্বাস।

সমরেন্দ্র নাথ বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ২০১৩-১৪ অর্থবছরে জাতীয়করণ করা ৪৮ হাজার ৭২০ জন শিক্ষককে টাইম স্কেল সুবিধা দেওয়া হয়েছিল। সেই সুবিধা ফেরত নিতে গত বছরের ১২ আগস্ট অর্থ মন্ত্রণালয় একটি পরিপত্র প্রকাশ করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষকরা রিট করেছিলেন। রিট আবেদন আমলে নিয়ে হাইকোর্ট বিভাগ অর্থ মন্ত্রণালয়ের পরিপত্র স্থগিত করে রুল দেন। ১৩ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ আপিল করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। স্থগিতাদেশ তুলে দিতে শিক্ষকরা আপিল বিভাগে আবেদন করেছিলেন।

Comments

The Daily Star  | English

Police see dead man running

Prisoners, migrants, even the deceased get implicated in cases

54m ago