তেঁতুলিয়া নদীতে নিখোঁজের ৪ দিন পর জেলের মরদেহ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ জেলে মনির হোসেন মৃধার (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ জেলে মনির হোসেন মৃধার (৩২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের চারদিন পর আজ বৃহস্পতিবার দুপুরে বাউফল উপজেলার ধুলিয়া লঞ্চ ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।

এর আগে, গত শনিবার রাত পৌনে ১টার দিকে তেঁতুলিয়া নদীর ঢাকা-পায়রাবন্দরগামী লঞ্চ এ্যাডভেঞ্চার-১১-এর ধাক্কায় একটি জেলে নৌকা ডুবে যায়। ওই  সময় নৌকায় থাকা  রাসেল (২৭) ও জসিম উদ্দিন হাওলাদার (২৩) সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন মনির হোসেন মৃধা। তাদের তিনজনেরই বাড়ি উপজেলার কেশবপুর ইউনিয়নের মমিনপুর গ্রামে। তারা তিন জনই পেশায় জেলে।

আরও পড়ুন:

বাউফলে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ ১

Comments