শরীয়তপুরে আ. লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র মেয়র প্রার্থীর স্ত্রীসহ আহত ১০
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নির্বাচনি প্রচারণা চালাতে গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের হামলায় স্বতন্ত্র মেয়র প্রার্থী আবুল বাশারের স্ত্রী আফরিন মিতুসহ অন্তত ১০ জনের আহত হওয়ার অভিযোগ উঠেছে।
আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার গৈড্ডা এলাকায় হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে আবুল বাশারের সমর্থক হান্নান মুন্সী, ফয়সাল সরদার, শামীম, নাসিমা, পাখি, রাজিয়া সুলতানা ও নাসরিনের পরিচয় জানা গেছে। সংবাদ সংগ্রহ করার সময় একটি অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক আবু রায়হান অর্ণব আহত হয়েছেন। তাদের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
হান্নান মুন্সী ও ফয়সাল সরদারের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের শরীয়তপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।
আফরিন মিতু দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকাল ১১টার দিকে নির্বাচনি প্রচারণা চালানো সময় গৈড্ডা এলাকায় আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল মান্নান হাওলাদারের সমর্থক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরুল হাওলাদারের নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। তারা বাঁশ ও লাঠি হাতে আমাদের ওপর হামলা চালায়। আমাদের হুমকি দিয়েছে, প্রচারণা বন্ধ না করলে আমাদের হত্যা করা হবে। নির্বাচনি প্রচারণা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হামলার বিষয়টি জানানো হবে।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশরুল হাওলাদার বলেন, হামলার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এ ঘটনায় তিনি জড়িত নন।
আব্দুল মান্নান হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমার কোনো সমর্থক স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা চালায়নি।’
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম রাশেদুল বারী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পাওয়ার পরে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Comments