বেনাপোলে সাড়ে ১২ হাজার ডলার ও ২০ হাজার রুপিসহ হুন্ডি ব্যবসায়ী গ্রেপ্তার

স্টার অনলাইন গ্রাফিক্স

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট এলাকা থেকে ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ২০ হাজার রুপিসহ এক বাংলাদেশি এক হুন্ডি ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বিজিবি।

আজ শুক্রবার ৪৯-বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ভারত থেকে একজন পাসপোর্টধারী যাত্রী ডলার ও রুপি নিয়ে বাংলাদেশে আসছে এমন গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা চেকপোস্টে অভিযান চালায়। অভিযানে ব্যাগে লুকিয়ে রাখা ১২ হাজার ৫০০ মার্কিন ডলার ও ২০ হাজার রুপিসহ তাকে আটক করা হয়।

এ ঘটনায় আটক কবির উদ্দীন ভূঁইয়া গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানার ফুকরা গ্রামের বাসিন্দা।

আটক কবির উদ্দীন ভূঁইয়া একজন হুন্ডি ব্যবসায়ী বলে বিজিবি জানায়।

আটক কবিরের বিরুদ্ধে মামলা দায়ের করে ডলার ও রুপিসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান লে. কর্নেল সেলিম রেজা।

উদ্ধারকৃত ডলারের পরিমাণ বাংলাদেশি টাকায় ১০ লাখ ৫০ হাজার টাকা ও রুপির পরিমাণ ১ লাখ ৩৯ হাজার টাকা

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago