শৈলকূপা পৌর নির্বাচন: গোপন কক্ষে গিয়ে ভোট দিচ্ছেন নৌকার এজেন্ট!

দুপুর দুইটা। বাইরে নারী ভোটারদের লাইন। ভোটকক্ষে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রের কক্ষে গিয়ে চোখে পড়ল, এক এজেন্ট গোপন কক্ষে ভোটারের সঙ্গে অবস্থান করছেন।
ঘটনাটি ঝিনাইদহের শৈলকূপা পৌরসভার ছয় নম্বর কেন্দ্র শৈলকূপা পাইলট উচ্চ বিদ্যালয়ের। সেখানে আজ শনিবার শৈলকূপা পৌর নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
প্রায় ২০ মিনিট ওই কক্ষে নজর রাখেন দ্য ডেইলি স্টারের এই প্রতিবেদক। ওই এজেন্ট নিজের নাম বলেন পুতুল খাতুন। তিনি নিজেকে নৌকার এজেন্ট বলে পরিচয় দেন।
দেখা গেছে, তিনি এজেন্টদের নির্দিষ্ট স্থান থেকে উঠে কক্ষের বিভিন্ন স্থানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলছেন। কখনো কখনো গোপন কক্ষেও প্রবেশ করছেন।
এ বিষয়ে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাসুদ আহমদ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোটকক্ষে কোনো প্রার্থীর এজেন্ট স্থান ছেড়ে অন্য কোথাও যেতে পারেন না। আপনি বললেন, আমি বিষয়টি দেখছি।’
Comments