পাবনায় বিএনপি’র ২ মেয়র প্রার্থীর ওপর হামলার অভিযোগ
পাবনার ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী রফিকুল ইসলাম নয়নের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তিনি দাবি করেছেন, হামলায় জড়িত সবাই স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী।
আজ শনিবার দুপুরে তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে কর্মীদের নিয়ে পৌরসভার ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোট পরিদর্শনে গেলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার ওপর হামলা চালায়। তারা আমার ব্যবহৃত মাইক্রোবাস ছিনিয়ে নিয়ে গেছে।’
এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরদী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘বিএনপির প্রার্থী পুরুষ সদস্যদের নিয়ে মহিলা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে স্থানীয়রা বাধা দেয়। এতে উত্তেজনার সৃষ্টি হয়, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’
সাঁথিয়া পৌরসভা নির্বাচনে বিএনপি’র মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মোল্লা অভিযোগ করেছেন, ‘সকালে কর্মীদের নিয়ে সাঁথিয়া পাইলট স্কুল কেন্দ্র পরিদর্শনে গেলে তার ওপর হামলা চালানো হয়।’
তবে জেলা নির্বাচন কর্মকর্তা মাহাবুবুর রহমান জানিয়েছেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।’
দ্বিতীয় দফায় পাবনার ফরিদপুর, সাঁথিয়া, ভাঙ্গুরা ও ঈশ্বরদী পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে শুধুমাত্র ফরিদপুর পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোটগ্রহণ করছে নির্বাচন কমিশন। ভাঙ্গুরা পৌরসভার মেয়র বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র কাউন্সিলর পদে ভোটগ্রহণ করা হচ্ছে।
Comments