কুমারখালীতে জাল ভোট দিতে এসে কিশোরসহ আটক ২
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে আসা দুই জনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে কুমারখালী ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
এদের মধ্যে একজন হলেন— সজল (১৮) ও ১৪ বছর বয়সী আরেক কিশোর। তেবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আলফাজ উদ্দিন দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
Comments