‘শিগগির’ নারী বিচারক নিয়োগ দেবে সৌদি আরব
‘শিগগির’ সৌদি আরব আদালতের বিচারক হিসেবে নারী নিয়োগ দেবে বলে জানিয়েছেন দেশটির একজন কর্মকর্তা।
আজ শনিবার সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজ বিষয়টি জানায়।
সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের নারীর ক্ষমতায়ন বিষয়ক উপসচিব হিন্দ আল-জাহিদ বলেছেন, ‘একজন সৌদি নারী খুব শিগগির বিচারকের পদে নিয়োগ পাবেন।’
আল-আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-জাহিদ নারীর ক্ষমতায়নে সৌদির আগ্রহ পুনরাবৃত্তি করেন। বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণের সুযোগ দেওয়া।
তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মহলের কাছে সৌদির নারী অধিকারের অগ্রগতি প্রমাণিত হয়েছে। বিশেষ করে, সৌদির শ্রম বাজারে নারীর অংশগ্রহণ প্রত্যাশা ছাড়িয়ে গেছে।
তিনি বলেন, ‘আজ তাদের অংশগ্রহণের হার ৩১ শতাংশে পৌঁছেছে। যা সৌদির জন্য একটি বড় অগ্রগতি। সিভিল সার্ভিস সেক্টরে সৌদি নারীর অংশগ্রহণের হার ৩৯ শতাংশ থেকে বেড়ে ৪১ শতাংশে উন্নীত হয়েছে। যার অধিকাংশই অন্যান্য খাতের তুলনায় শিক্ষা ও স্বাস্থ্য খাতে।’
Comments