স্বাস্থ্যকর্মীদের দিয়ে ভারতজুড়ে শুরু হলো টিকাদান
কোভিড-১৯ নির্মূলে ভারতে আজ থেকে শুরু হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ টিকাদান কার্যক্রম। দেশটির বেশ কয়েকটি প্রধান শহরের হাসপাতাল ও টিকা কেন্দ্রগুলোতে স্বাস্থ্য কর্মীসহ সম্মুখ সারির কর্মীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে।
বিশ্বের দ্বিতীয় সর্বাধিক জনবহুল এই দেশটিতে এক কোটিরও বেশি লোক করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছেন অন্তত দেড় লাখ।
ভারতের গণমাধ্যমগুলোর খবরে জানানো হয়, প্রথম দিনে তিন লাখেরও বেশি স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। নয়াদিল্লিতে ভ্যাকসিন কার্যক্রম শুরুর সময় ভারতের স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন একে করোনাভাইরাস ‘শেষের শুরু’ হিসেবে আখ্যায়িত করেন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেওয়া পরিকল্পনা অনুযায়ী এ বছর আগস্টের মধ্যে প্রথম পর্যায়ে ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।
প্রথমে স্বাস্থ্যকর্মী ও পুলিশ, প্রতিরক্ষা বাহিনীর মতো ফ্রন্টলাইন কর্মীদের তিন কোটি লোককে দেওয়া হবে ভ্যাকসিন। এরপর, পর্যায়ক্রমে পঞ্চাশোর্ধ ব্যক্তি ও শারীরিক ঝুঁকিতে থাকা ২৭ কোটি লোককে ভ্যাকসিনের আওতায় আনা হবে।
এর আগে, ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সেরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ভ ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।
Comments