ব্যাডমিন্টন খেলা নিয়ে বিবাদে প্রাণ গেল কিশোরের
ব্যাডমিন্টন খেলা নিয়ে বিবাদের জেরে ঢাকার কেরানীগঞ্জ এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে এক কিশোর নিহত এবং দুইজন আহত হয়েছেন।
গতকাল রাতে এ ঘটনা ঘটে এবং নিহত সঞ্জু (১৫) কালিন্দী এলাকার বাসিন্দা।
কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক অসীম কুমার বিশ্বাস দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল রাত ১০টার দিকে ব্যাডমিন্টন খেলা নিয়ে বিবাদের কারণে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত তিন জন আহত হয়। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সঞ্জুকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের বুকে আঘাতের চিহ্ন আছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’ভাইকে আটক করেছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
Comments