সিরাজগঞ্জে নবনির্বাচিত কাউন্সিলরকে হত্যা: পুলিশের তদন্ত কমিটি গঠন
সিরাজগঞ্জে নবনির্বাচিত কাউন্সিলর প্রার্থীকে হত্যার ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।
আজ রোববার সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলমকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী রেঞ্জের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোজাহিদুল ইসলাম।
ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোজাহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে, দোষীদের শাস্তির আওতায় আনা হবে।
নিহতের পরিবার ও স্থানীয়রা এ ঘটনায় পরাজিত কাউন্সিলর আওয়ামী লীগ নেতা ও তার সমর্থকদের দায়ী করে তাদের শাস্তি দাবি করেছেন।
নিহত তরিকুলের ভাই রেজাউল করিম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ছয় নং ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিন টাকা দিয়ে এবং পেশি শক্তি দিয়ে ভোটে বিজয়ী হওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত জিততে না পারায় তার লোকজন সদ্য বিজয়ী কাউন্সিলর তরিকুলকে নির্মমভাবে হত্যা করে।
হত্যাকারীদের অবিলম্বে খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানান নিহতের ভাই রেজাউল।
এদিকে, তরিকুলকে হত্যার পর থেকেই বিক্ষুব্ধ হয়ে উঠেছেন তার সমর্থকরা, দোষীদের শাস্তি প্রদান করার দাবি জানিয়ে দফায় দফায় বিক্ষোভ করেছেন তারা।
বিক্ষুব্ধরা শনিবার রাতে শহরে শাহাদাতের এক সমর্থকের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ ঘটনার তদন্ত করছে এবং দোষীদের আটকে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
এ ঘটনায় ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন বুদ্দিন ও তার সমর্থকরা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।
সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘দলের সঙ্গে থাকলেও কাউন্সিলর পদে দল থেকে তাকে কোনো সমর্থন করা হয়নি। নির্বাচনে পরাজয়ের পর যে ঘটনা ঘটেছে খুবই নিন্দনীয়। আমরা এ ঘটনার নিন্দা জানাই ও দোষীদের শাস্তির দাবি জানাই।’
উল্লেখ্য, শনিবার দ্বিতীয় দফা পৌরসভা নির্বাচনে সিরাজগঞ্জের ছয় নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তরিকুল ইসলাম বিজয়ের পর আনন্দ মিছিল করার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহাদাত হোসেন বুদ্দিনের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে ছুরিকাঘাতে নিহত হন।
Comments