ট্রাম্পের ক্ষমার তালিকায় আরও ১০০ অপরাধী

Donald Trump
ছবি: রয়টার্স ফাইল ফটো

আগামীকাল মঙ্গলবার অথবা আগামী বুধবার ক্ষমতা ছাড়ার দিন দুপুরের আগে আরও প্রায় ১০০ অপরাধীকে ক্ষমা করার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প।

ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কারা ট্রাম্পের ক্ষমার তালিকায় রয়েছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এ তালিকায় বড় অপরাধীরা রয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

তালিকা চূড়ান্ত করতে গতকাল রোববার হোয়াইট হাউসে বৈঠক হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদন মতে, ক্ষমার তালিকায় সহযোগী, পরিবারের সদস্য বা নিজের নাম থাকবে কি না তা ট্রাম্পের শেষ মুহূর্তের সিদ্ধান্তেই জানা যাবে।

গত ৬ জানুয়ারি ক্যাপিটল ভবনে নিজের সমর্থকদের সহিংস হামলার কারণে দ্বিতীয় অভিশংসনে পড়েছেন ট্রাম্প। এর ফলে তার নিজেকে ক্ষমা করার প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে বলেও প্রতিবেদন মন্তব্য করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, একই কারণে ট্রাম্পের পরিবারের সদস্য ও ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানিকেও ক্ষমার তালিকায় রাখার বিষয়টিও অনিশ্চিত। তবে শেষ মুহূর্তে ট্রাম্প কী করবেন তা কেউই নিশ্চিত নন।

ট্রাম্পের কয়েকজন ঘনিষ্ঠ উপদেষ্টা তাকে ক্যাপিটলে হামলাকারীদের ক্ষমা না করার জন্যে অনুরোধ করেছেন। যদিও ট্রাম্প প্রথমদিকে মনে করতেন যে হামলাকারী ‘ভুল’ কিছু করেননি।

ট্রাম্পের সহযোগী সিনেটর লিন্ডসে গ্রাহাম গতকাল ফক্স নিউজ’কে বলেছেন, ‘অনেক অনেক মানুষ তাদেরকে ক্ষমা করার জন্যে ট্রাম্পকে অনুরোধ করছেন। কিন্তু, তাদেরকে ক্ষমা করা উচিত হবে না।’

গতকাল নিউইয়র্ক টাইমস জানিয়ে, অনেকে ক্ষমার তালিকায় নাম ওঠাতে ১০ হাজার ডলার খরচ করে তদবির করছেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা সিএনএন’কে জানিয়েছেন, ট্রাম্পের নিজেকে ক্ষমা করার বিষয়টি নিয়ে এখনো কোনো কাজ করা হয়নি।

এছাড়াও, ক্ষমার শেষ তালিকায় উইকিলিকসের জুলিয়ান অ্যাসাঞ্জ ও ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন থাকবেন কি না তাও নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদন বলা হয়েছে, এখনো ট্রাম্পের কাছে অনেক নামের অনুরোধ আসছে। ট্রাম্পের সহযোগীরা মনে করছেন, এখন এসব অপরাধীদের ক্ষমা করা হলে ক্ষমতা ছাড়ার পর তারা ট্রাম্পের উপকারে কাজ করতে পারবেন।

নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র সিএনএন’কে বলেছে, ‘সবকিছুই দেওয়া-নেওয়ার বিষয়। ট্রাম্প ক্ষমা করতে পছন্দ করেন কারণ এটা তিনি একাই করতে পারেন। তিনি অন্যদের সহযোগিতা করতেও পছন্দ করেন, কারণ তিনি মনে করেন এর ফলে তারা তার প্রতি কৃতজ্ঞ থাকবেন।’

আরও পড়ুন:

নিজে নিজেকে ক্ষমার পথ খুঁজছেন ট্রাম্প

মেয়ের শ্বশুরসহ আরও ২৬ জনকে ক্ষমা করলেন ট্রাম্প

ট্রাম্পের ক্ষমার তালিকায় ১৫ আসামি

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

1h ago