বার্সা ডিফেন্ডারদের উপর বিরক্ত গ্রিজমান
দুরূহ কোণ থেকে শট, তাও জড়ালো জালে। সপ্তাহ খানেক আগে গ্রানাদার বিপক্ষে ম্যাচের কথা। অথচ এর আগে বহু ম্যাচে ফাঁকা পোস্ট পেয়েও যেন লক্ষ্যভেদ হচ্ছিল না আতোঁয়ান গ্রিজমানের। সেদিনই বলেছিলেন, যেন সব কিছু ঠিক হয়ে গেছে তার। আগের দিন সুপার কোপার ফাইনালে সে ধারাবাহিকতা ধরে রাখলেন। করলেন জোড়া গোল। কিন্তু রক্ষণভাগের ব্যর্থতায় ম্যাচটি শেষ পর্যন্ত হারতে হয়েছে বার্সেলোনাকে। ম্যাচ শেষে সতীর্থদের উপর বিরক্তি প্রকাশ করেছেন এ ফরাসি তারকা।
রবিবার রাতে সেভিয়ার মাঠে স্প্যানিশ সুপার কাপের রোমাঞ্চকর ফাইনালে বার্সেলোনাকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা জিতে নেয় অ্যাথলেতিক বিলবাও। অথচ নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের শেষ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়েছিল বার্সা। শেষ মুহূর্তে গোল দিয়ে সমতায় ফেরার পর অতিরিক্ত সময়ে গোল দিয়ে উল্টো শিরোপাই জিতে নেয় বিলবাও। আরও একটি হতাশার গল্প লিখে কাতালানরা।
স্বাভাবিকভাবেই নায়ক হওয়ার বিশাল সুযোগটা হাতছাড়া হয় গ্রিজমানের। দুই দুইবার দলকে এগিয়ে দেওয়ার পর এমন হারে ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানান। মুভিস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনো রাখঢাক না রেখে বলেন, 'আমি রাগান্বিত, বিরক্ত, অপমানিত। ফাইনাল হেরে যতটা খারাপ অনুভূতি আপনার থাকতে পারে সব।'
আর কেন এমনটা বলছেন, তার যুক্তিও তুলে ধরেন এ ফরাসি, 'আমরা জানতাম যে মার্সেলিনোরা সাইড থেকে ভালো প্রেস করে এবং তারা ভালো খেলেছে, তবে আমরা অনেক কৌশলগত ভুল করেছি। আমরা খুবই দুর্বলভাবে রক্ষণ সামলেছি এবং সেট-পিসগুলোতে যোগাযোগ করতে পারছিলাম না। একটা ছোট উদাহরণ দেই, বল পরিষ্কারের সময় বা যখন একটা ধাক্কা দিতে হয়, তখন কাউকে চিৎকার করে বলতে তা হয়। কিন্তু এখানে কেউ ছিল না।'
শেষ মুহূর্তের ভুলে শিরোপা হাতছাড়া হওয়ার পাশাপাশি সেরা খেলোয়াড়কে লম্বা সময়ের জন্য হারাতেও পারে বার্সেলোনা। আগের দিন ম্যাচের শেষ দিকে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখেছেন লিওনেল মেসি। বার্সেলোনার জার্সিতে এই প্রথম। তাতে চার ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন বার্সা অধিনায়ক।
Comments