ডিআরএস সুবিধা পাওয়া নিয়ে শঙ্কায় বিসিবি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে ডিসিশন রিভিউ সিষ্টেম (ডিআরএস)এর সুবিধা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। অন্তত প্রথম ওয়ানডেতে প্রযুক্তিগত এই সুবিধা না পাওয়ার সম্ভাবনাই বেশি।
জটিলতা তৈরি হয়েছে ডিআরএস পরিচালনাকারী প্রকৌশলীর ভ্রমণ নিয়ে। করোনাভাইরাসের ঝুঁকিপূর্ণ অঞ্চল ইংল্যান্ড থেকে আসায় তাকে থাকতে হবে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে।
সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানান, কোয়ারেন্টিন নিয়ে ছাড় পেতে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছেন তারা, ‘ডিআরএসের একটি ইস্যু হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ার লন্ডন থেকে আসার কথা। আপনারা জানেন যে ইংল্যান্ডের কোভিড প্রটোকল আছে। ১৪ দিনের মধ্যে প্রথম ৪ দিন আইসোলেশনে থাকতে হবে মানে সরকারি আইসোলেশনে থাকতে হবে ৪ দিন। আর ১০ দিন নিজের ব্যবস্থায় থাকতে পারবে। এই ১৪ দিন। কিন্তু এটার জন্য আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি। একই সঙ্গে কোভিড অথরিটি যারা এটা দেখাশোনা করেন তাদের সঙ্গেও আমরা বলেছি। তো দেখা যাক এখন কি হয়।’
প্রথম ওয়ানডেতে না থাকলেও পরের ম্যাচগুলোতে ডিআরএস সুবিধা নিশ্চিত করার ব্যাপারে আশাবাদী বিসিবি, ‘যদি আমরা সময়সময় সব কিছু শেষ করতে পারি তাহলে হয়তো ডি আর এসের সমস্যাটা হবেনা। নতুবা এই ম্যাচের পর থেকে ডিআরএসের সমস্যাটার সমাধান হয়ে যাবে।’
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ জানুয়ারি মিরপুরে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। ২২ তারিখ একই ভেন্যুতে হবে পরের ম্যাচ। ২৫ জানুয়ারি শেষ ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।
Comments