চসিক নির্বাচন: ‘বঞ্চিত’ করা হয়েছে, দাবি দুই নারী কাউন্সিলর প্রার্থীর

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত আসনের দুই জন প্রার্থী আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনের মাত্র সাত দিন আগে তাদের আসনে দুই জন বিদ্রোহী প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে নাম প্রকাশ করা হয়েছে।
চট্টগ্রামে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত ২
স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত আসনের দুই জন প্রার্থী আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেন যে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনের মাত্র সাত দিন আগে তাদের আসনে দুই জন বিদ্রোহী প্রার্থীকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করে নাম প্রকাশ করা হয়েছে।

চসিক সংরক্ষিত নারী আসনের (ওয়ার্ড নম্বর সাত ও আট) প্রার্থী জহুরা বেগম এবং ২৮, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী জিন্নাত আরা বেগম সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করেন, এই দুইটি আসনে নির্বাচনের মাত্র সাত দিন আগে দলের চসিক নির্বাচন পরিচালনা কমিটি প্রকাশিত তালিকায় অন্য দুই জন প্রার্থীর নাম দেখে তারা বিস্মিত হয়েছেন।

তারা বলেন, এতদিন তারা দলের সমর্থিত প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে ভোটারদের ব্যাপক সাড়া পেয়েছেন। এখন হঠাৎ করে এই সিদ্ধান্ত ভোটারদের মাঝে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে।

এই বিষয়ে জানতে আওয়ামী লীগের চসিক নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ও কমিটির সদস্য সচিব ও দলের চট্টগ্রাম মমহানগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনকে একাধিকবার ফোন করা হলেও তারা কেউ ফোন ধরেননি।

উল্লেখ্য, গতকাল আওয়ামী লীগ চসিক নির্বাচন পরিচালনা কমিটি চসিক নির্বাচনে দল সমর্থিত প্রার্থীদের একটি তালিকা প্রকাশ করে যেখানে ওয়ার্ড সাত ও আট নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে জেসমিন পারভীন জেসি এবং ২৮, ২৯ ও ৩৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে ফেরদৌসী আকবরের নাম দেখা যায়।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

8h ago