ভারত থেকে উপহারের ২০ লাখ ডোজ ভ্যাকসিন কাল না হয় পরশু আসবে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত থেকে উপহার হিসেবে পাঠানো কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লাখ ডোজ আগামীকাল কিংবা পরশু দেশে পৌঁছাবে।
জাহিদ মালেক। ফাইল ছবি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ভারত থেকে উপহার হিসেবে পাঠানো কোভিশিল্ড ভ্যাকসিনের ২০ লাখ ডোজ আগামীকাল কিংবা পরশু দেশে পৌঁছাবে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি (ভ্যাকসিন) নির্ধারিত সময়েই আসবে। আগামীকাল আসার কথা আছে। হয়তো পরদিনও আসতে পারে। এটাই সর্বশেষ খবর।’

তিনি আরও বলেন, ভারত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্যাকসিন পাঠাবে। ‘আমি নিজে বিমানবন্দরে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করবো।’

ভারত থেকে উপহারের ভ্যাকসিন হাতে পেলে চলতি মাসেই টিকাদান শুরু হতে পারে বলেও যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এ বি এম খুরশিদ আলম এ সময় জানান, ভ্যাকসিনগুলো কেন্দ্রীয় ওষুধ সংরক্ষণাগার, সম্প্রসারিত টিকাদান কর্মসূচী (ইপিআই) ও ঢাকার তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের কোল্ড স্টোরেজে সংরক্ষণ করা হবে।

অধ্যাপক খুরশিদ আরও জানান, ২৫ বা ২৬ জানুয়ারি কোভিশিল্ডের তিন কোটি ডোজ ভ্যাকসিনের প্রথম চালান আসার পর দেশের সব জেলায় টিকাদান শুরু হবে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago