'বাংলাদেশের অনেক অ্যাডভান্টেজ আছে যা অন্যদের নাই'
ক্যারিবিয়ান ক্রিকেটারদের মতো শারীরিকভাবে এতো শক্তিশালী খেলোয়াড় বাংলাদেশে নেই বললেই চলে, অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় সংস্কৃতি ও পেশাদারিত্বের ভীতটাও এতোটা উন্নত নয়, ভারতের মতো ঘরোয়া ক্রিকেটের কাঠামোও এতো উন্নত নয় বাংলাদেশের। তবুও বিশ্ব ক্রিকেটের সব দলগুলোর সঙ্গেই চোখে চোখ রেখে লড়াই করে টাইগাররা। অন্তত ওয়ানডে সংস্করণে। নিজেদের এমন কিছু রয়েছে যা অন্যদের নেই বলেই এটা সম্ভব হয় বলে মনে করেন ওয়ানডে সংস্করণের অধিনায়ক তামিম ইকবাল।
মহামারি করোনাভাইরাসের কারণে ক্রিকেট বিশ্ব থমকে যাওয়ার পর আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। লম্বা সময় পর ক্রিকেটে ফেরায় কিছুটা চাপেই থাকার কথা টাইগারদের। যদিও প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে এসেছে ক্যারিবিয়ানরা। কিন্তু তারপরও তাদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না। কারণ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি সিরিজ খেলে মাঠের ক্রিকেটে অভ্যস্ত হয়ে গেছে দলটি।
এছাড়া প্রতিপক্ষ প্রায় অচেনা। সাত জন খেলোয়াড়ের তো অভিষেকও হয়নি। যা সমস্যার সৃষ্টি করতে পারে টাইগারদের। তাহলে তাদের বিপক্ষে পরিকল্পনা কি অনুসরণ করবে বাংলাদেশ? তামিমের উত্তর, 'যেটা আমি সবসময় প্রাধান্য দিই যে আমাদের বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট ডেভেলপ করতে হবে। আমি সবসময় একটা কথা বলেছি যে প্রত্যেকটা দেশের নিজের নিজের স্টাইল আছে। সুতরাং আমার মনে হয়না আমাদের অন্য কাউকে ফলো করা উচিত। আমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজের মত স্ট্রং না, বা অস্ট্রেলিয়ার মত বিল্ড আপ না। তবে আমাদের এমন অনেক অ্যাডভান্টেজ আছে যা অন্যদের টিমে নাই।'
সবমিলিয়ে তাই নিজস্ব স্টাইলে খেলেই ক্যারিবিয়ানদের বোধ করার প্রত্যয় ঝড়ে তামিমের কণ্ঠে, 'আমি যেটা তৈরি করতে চাই সেটা হল বাংলাদেশি ব্র্যান্ড অব ক্রিকেট, যেটা আমরা খেলি। আমরা অন্যদের ফলো না করে ওটাতেই ফোকাস করতে চাই। আমাদের যেখানে স্ট্রেংথ, যেগুলো দিয়ে আমরা ভালো খেলতে পারি, সেটা দিয়ে ব্র্যান্ড... সেখানেই আমরা ফোকাস করছি।'
প্রায় দ্বিতীয় সারির দল নিয়ে আসায় পরিষ্কার ভাবেই এ সিরিজে ফেভারিট বাংলাদেশ। তবে সেরা দল নিয়ে এসেও বাংলাদেশের মাটিতে ক্যারিবিয়ানরা খুব একটা সুবিধা করতে পেরেছেন, এমন নজির সাম্প্রতিক সময়ে নেই বললেই চলে। সবশেষ ২০১৮ সালে টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেই হেরেছে তারা। কিন্তু তারপরও হালকাভাবে নিলে এ দলটিও তাদের চমকে দিতে পারে বলে মনে করেন তামিম, 'আপনি যখনি আন্তর্জাতিক ক্রিকেট খেলবেন তখন সবাই ভালো দল। কারণ প্রতিপক্ষরা আসেই জেতার জন্য। যারাই মাঠে নামে নিজেদের সর্বোচ্চটা দেয়ার চেষ্টা করে। আমি যেটা বলতে পছন্দ করি আমরা আমাদের দিকেই বেশি মনোযোগ দিচ্ছি।'
Comments